আলিপুরদুয়ার জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে পাশাপাশি কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামপঞ্চায়েতের হ্যামিলটানগঞ্জ ও কালচিনি গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া চা বাগান এলাকাতে শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বসেছে। শিবিরের মধ্য দিয়ে এলাকায় কি কাজ করা হবে সেই সব বিষয়ে আলোচনা করা হয়। এদিন প্রশাসনের আধিকারিকরা গ্ৰাম বাসীদের কাছ থেকে শুনেন এলাকায় কি কি কাজ করতে হবে এবং সেগুলো লিপিবদ্ধ করেন তারা। উপস্থিত ছিলেন কালচিনির বিডিও মিঠুন মজুমদার।