আগেই কিছুটা ভেঙেছিল আর গতকালের টানা বৃষ্টিতে রাস্তার ধারে থাকা দুটি দোকান কার্যত ভেঙে বসে গেল। ঘটনাটি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাট বাজার এলাকায় ঘটেছে। জানা গিয়েছে অতি বৃষ্টিতে নাদন ঘাটের পাশ দিয়ে বয়ে চলা করি নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছিল পাশেই রয়েছে কালভার্ট আর সেই কালভার দিয়ে জল যাওয়ার পরই নাদন ঘাট বাজার এলাকায় থাকা রবি বৈরাগ্য এবং বেচা বৈরাগ্য দুটি দোকান ভেঙে বসে যায়।