ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকন্ঠপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, যেটা জানা যাচ্ছে বৈকন্ঠপুর ভারত পেট্রোল পাম্পের সামনে ঘাটালগামী কেক ডেলিভারি পিকআপ ভ্যানের সাথে সুলতাননগরগামী ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ইকো গাড়িতে ড্রাইভার সহ তিন জন ছিলেন যার মধ্যে একটি শিশু সহ অন্তঃসত্ত্বা এক মহিলা ও এক যুবক।