Barasat 1, North Twenty Four Parganas | Sep 12, 2025
বামনগাছি স্টেশনে এসি লোকাল দাঁড়ানোর দাবি ফের স্টেশন মাস্টারের সঙ্গে দেখা একাধিক নাগরিকদের । উওর 24 পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বামনগাছি স্টেশনে থামছেনা এসি লোকাল ট্রেন সেই দাবিতে গনস্বাক্ষর অভিযান চলে ডেপুটেশন দেওয়া হয় DRM কে শুক্রবার সকাল দশটা নাগাদ ফের বামনগাছি স্টেশন মাষ্টারের সঙ্গে দেখা করে কথা বললেন বামনগাছির একাধিক নাগরিকরা