যাত্রী বোঝাই বেসরকারি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার খাতড়া সিমলাপাল রাজ্য সড়কের ওপর সিমলাপালের জড়িষ্যা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল বাসটি জড়িষ্যা গ্রামের রাস্তার বাঁকে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানায়, ঘটনায় কেউ আহত হয়নি। পিকআপ ভ্যান ও বাস আটক করা হয়েছে।