Download Now Banner

This browser does not support the video element.

কুমারগ্রাম: পথ-দুর্ঘটনায় জখম যুবকের মারাখাতার বাড়িতে এসে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি

Kumargram, Alipurduar | Oct 2, 2025
গত ২৮ সেপ্টেম্বর পথ-দুর্ঘটনায় জখম হয় খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মারাখাতার বাসিন্দা অর্জুন নার্জিনারি। বৃহস্পতিবার অর্জুনের বাড়িতে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তৃণমূল কংগ্রেসের খোয়ারডাঙা-১ নম্বর অঞ্চল সভাপতি অঙ্কুর ঈশ্বরারী। দলের স্থানীয় নেতা-কর্মীরা এদিন অঙ্কুর ঈশ্বরারী সঙ্গে ছিলেন। জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর মারাখাতা সংলগ্ন লালচাঁদপুর এলাকায় পথ-দুর্ঘটনায় জখম হয় তিন জন। এদের মধ্যে একজনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us