পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন সহ একাধিক দাবিতে আগামী ২৪ শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম এসডিও অফিস ডেপুটেশন কর্মসূচি নিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। আদিবাসী সংগঠনের সেই এসডিও অফিস ডেপুটেশন কর্মসূচি সফল করতে রবিবার বিকেলে নয়াগ্ৰামের নিগুই হাট চালাতে প্রস্তুতি বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন সংগঠনের বেলাকাঠিয়া মুলুক গড় এবং নয়াগ্ৰাম সবরনাখা খলাড় মুলুকের যৌথ উদ্যোগে হয় সভা।