ড্রাইভার এবং পুলিশের সম্পর্ককে সুদৃঢ় করতে পুলিশ দিবস এবং একই সঙ্গে ড্রাইভার দিবসে অল বেঙ্গল ড্রাইভার মহা সংঘের বরাবাজার ব্লক কমিটির পক্ষ থেকে বরাবাজার থানায় পুলিশ আধিকারিকদের দেওয়া হয় সম্বর্ধনা। সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ, সংগঠনের সমস্ত কর্মীরা বরাবাজার থানায় উপস্থিত হয়ে পুলিশ আধিকারিকদের উত্তরীয় দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানায়।