Barasat 1, North Twenty Four Parganas | Sep 13, 2025
লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আজ বারাসাত জেলা আদালতে আয়োজিত হয় ন্যাশনাল লোক আদালত। মূলত ঋণ সংক্রান্ত মামলা, ট্রাফিক আইন ভঙ্গের মত অপরাধ, বা অন্যান্য ছোট অপরাধমূলক যে সমস্ত মামলা, তা নিষ্পত্তি উদ্যেশে আয়োজিত হয়েছে লোক আদালত। প্রতি বছরে চারটি করে লোক আদালত আয়োজন করা হয় ঠিক সেই ভাবেই ১৩ই সেপ্টেম্বর শনিবার বারাসাত জেলা আদালতে লোক আদালতের আয়োজন করা হয়