চোপড়ার ঘিরনিগাওয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান চোপড়ার ঘিরনিগাও অঞ্চল থেকে প্রায় ২০০টি পরিবার আজ কংগ্রেস, সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার বেলা বারোটার সময় বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে অনুষ্ঠিত হয় যোগদান সভা। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান বিধায়ক হামিদুল রহমান। এদিনের অনুষ্ঠানে ঘিরনিগাও অঞ্চলের সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিধায়ক হামিদুল রহমান জানান, “মানুষের আস্থা এবং উন্নয়নের পথেই আজ