*খোয়াই নদীতে মাছ না পেয়ে হতাশ জেলেরা!* খোয়াই নদীতে মাছের সংকট দেখা দিয়েছে। কাঙ্খিত মাছ না পেয়ে প্রতিদিন খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের। বছরের পর বছর ধরে একটা বড় অংশের জেলেরা খোয়াই নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। কিন্তু এই সময় মাছের একেবারে দেখাই পাচ্ছেনা খোয়াই নদীতে জেলেরা!