স্কুটির সাথে ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ। মৃত এক আহত দুই। সপ্তগ্রামের ছোট খেজুরিয়ার তিন যুবক একটি স্কুটি গাড়িতে করে সপ্তগ্রামের নন্দী পুকুর মোরে ফ্লাইওভার থেকে নিচে নাম ছিল। সেই সময় সামনের দিক থেকে আশা একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। আহত দুই যুবকের চিকিৎসা চলছে চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে।