গত বছর বিভিন্ন ইস্যু নিয়ে ডুয়ার্সকন্যা অভিযান করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে।এই অভিযানে বিশৃংখলা করার অভিযোগে আলিপুরদুয়ার পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।সেই মামালায় শনিবার জামিন নিলেন জেলা বিজেপির ৩৪ জন নেতা কর্মী।এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ বিজেপির নেতারা জামিন নেন আলিপুরদুয়ার আদালত থেকে।