পুরুলিয়া বিধানসভার বিজেপির ৩ নম্বর মন্ডলের উদ্যোগে আজ পৃথক দুটি এলাকায় দলের পক্ষ থেকে বুথ কমিটির সদস্যদের অনলাইন ভেরিফিকেশন করা হলো । এদিন পুরুলিয়া দু নম্বর ব্লকের পিররা অঞ্চলের পালঞ্জা বস্তি এবং রাঘবপুর অঞ্চলের নডিহা ডুবকী এই দুটি বুথে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হয় ।