করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মহিষবাথানের রহমতপুরে করিমপুর দুই মন্ডল কমিটির উদ্যোগে ভারতের জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু করল আজ. আজ থেকে একমাস চলবে এই সদস্যতা গ্রহণ অভিযান. ভারতীয় জনতা পার্টির নির্দেশে মিসকল দিয়ে সদস্যতা গ্রহণ করল বিজেপি সমর্থিত কিছু কিছু লোকজন আজ আনুমানিক বৈকাল চারটার সময় এই চিত্র ধরা পড়ে পাবলিক অ্যাপস ক্যামেরায়.