নবদ্বীপ শহরে সার্বজনীন দুর্গোৎসবে অন্যতম থিমের পুজো রানীর চড়া আজাদ হিন্দ ক্লাব পরিচালিত দূর্গা পুজো,এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করতে একই ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ থেকে প্রতিমা,৫০ তম বর্ষ বা সুবর্ণজয়ন্তী বর্ষে পুজোর থিম শিস মহলে শিবশক্তি,দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতে মন্ডপকে সাজিয়ে তোলা হয়েছে শিব ও কাঁচ দিয়ে,এছাড়াও ৫০ টি ত্রিশুলে সমৃদ্ধ ৫ টি সিংহবাহিনীকে নিয়ে দেবী উমা নিঃসন্দেহে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।