তমলুকের ন নম্বর ওয়ার্ডের একটি বাড়াবাড়ি থেকে গত সাতাশি আগস্ট একটি নাইন এমএম পিস্তল সহ উত্তরপ্রদেশে এক দুষ্কৃতী কে গ্রেফতার করে পুলিশ তাকে তমলুক আদালতে পেশ করে হেফাজত নিয়ে জানতে পারে তার বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় চুরিচিন্তার ঘটনার ৪৭ টি কেস রয়েছে সেই ইতিমধ্যে যে লোক এসেছে এই রাজ্যে শেষ ছয় বছর ধরে বসবাস করছে তমলুক এসে দেড় বছর ধরে বসবাস করছে |অভিযুক্ত ফেরিওয়ালার ছদ্মবেশে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘাঁটি গেছিল তমলুক শহরে |