Barasat 1, North Twenty Four Parganas | Sep 1, 2025
SSC প্রকাশিত অযোগ্য তালিকায় এবার নিউ ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধানের মেয়ের নাম এসএসসির অযোগ্য তালিকা বের হতেই ডেকে ডেকে ইতিমধ্যেই একাধিক জায়গায় একাধিক তৃণমূল নেতা নেত্রীদের ছেলে-মেয়ে বা ঘনিষ্ঠদের নাম প্রকাশ্যে আসছে। সেই রকমই এবার উত্তর ২৪ পরগনা জেলায় নিয়োগ ব্যারাকপুরে নিউ ব্যারাকপুর পৌরসভার প্রধানের মেয়ের নাম উঠে আসলো SSC অযোগ্য তালিকায়। আজ দুপুর একটা নাগাদ এই বিষয় নিয়ে নিউরাকপুর পৌরসভার উপ পৌর প্রধান স্বপ্না বিশ্বাস জানান স্বচ্ছতার সঙ্গে