দীর্ঘ ন’ বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়ে কালনার চারটি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর। পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বাইরে অভিভাবক-অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নিরাপত্তা।