মাঠের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের রহস্যর অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুরে। এই রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ, শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা৷ মৃতের পরিজনেরা জানান মৃত ব্যক্তির নাম শম্ভু বর্মন, বয়েস আনুমানিক ৪৩ বছর, বাড়ি রায়গঞ্জের মধুপুরে। পরিবারের দাবী বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেনি শম্ভু বর্মন। এদিন সকালে গ্রামবাসীরা এলাকার একটি মাঠে তার মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশ ও শম্ভুর পরিবারকে৷