বর্ধমান রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন অফ ভেহিকেল ওনার্স পূর্ব বর্ধমান শাখার পক্ষ থেকে শুক্রবার দুপুর তিনটেই একটি বিক্ষোভ মিছিল বের হলো শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে। পাশাপাশি বেশ কিছু দাবি-দাবা নিয়ে RTO অফিসে ডেপুটেশন প্রদান করা হলো। তাদের দাবিগুলির মধ্যে সিএফ মাঠে বহিরাগত অসাধু কাজ তারা মানতে নারাজ। এম ভি আই টেকনিক্যাল দের অমানবিক অত্যাচার, পরিবহন দপ্তরের অচল ব্যবস্থা সৃষ্টিকারী এমভিআই টেকনিক্যাল সরাতে হবে