বছর ২২-এর এক প্রতিবন্ধী যুবতীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতনের পাশাপাশি ওই যুবতীকে গলা টিপে খুন করারও চেষ্টা করে অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নয়ন হালদার (৩২) পেশায় তৃণমূল কর্মী। বাড়ি ওই এলাকাতেই। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে বুধবার অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।