উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে Central it রেট বিহার রাজ্যের কিশানগঞ্জে এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে এর আগে আইটি রেট এরপর সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা চলছে IT রেট । তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম মহম্মদ জাহিদুল। তিনি বিহারের রাজ্যে ঠিকাদারী কাজ করেন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইয়ের দাবি দাদা শ্রমিক দিয়ে কাজ করাতো। টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে আয়কর বিভাগের অভিযান চলছে।