স্ত্রীকে খাওয়া পরা না দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি দেগঙ্গা ব্লকের একটি গ্রামের ঘটনা। রবিবার বেলা এগারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। গৃহবধূর দাবি স্বামী ভিন রাজ্যে কাজ করে। আমাদের একটি বাচ্চাও আছে। কিন্তু সংসার চালানোর কোন খরচ দেয় না। এ বিষয়ে বলতে গেলে তাকে ডিভোর্স দেয়ার হুমকি দেয় বলে অভিযোগ। যখন বাড়িতে আসে তখন তাকে মারধরও করে বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।