ঘটনাটি বৃহস্পতিবার রাতের ঘটনা এবং খবর পেয়ে শুক্রবার সকালে দেহটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম জয়ন্ত বর্মন।। তার বাড়ি হরিরহাট ভাণ্ডী জেলাস এলাকায়। ছোটবেলায় মা মারা যাবার পর বাবা দ্বিতীয় বিয়ে করলে সে দিদিমার কাছে চলে আছে। সেখানে রাজমিস্ত্রি ও রংমিস্ত্রির কাজ করে সংসার চালান ঐ যুবক। বৃহস্পতিবার রাতে সকলের অজান্তে গলায় ফাঁস লাগায় সে। শুক্রবার সকালে তার দিদিমা রান্না ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন চলন্ত অবস্থায় রয়েছে।