নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে কালীগঞ্জের পলাশীর বিভিন্ন এলাকায় চলছে বেরা উৎসব। প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার শুরু হয় এই বেরা উৎসব। এই উৎসব কি খেলেই উৎসাহ উন্মাদনায় মেতে ওঠেন এলাকার মানুষ জলে বিভিন্ন রকম অনুষ্ঠান। শনিবার বেশ কয়েকটি বেরা কমিটির বেরা ভাসান হয় ডিজে সহকারে। রাতে চলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর। শনিবার আনুমানিক রাত এগারোটা কুড়ি নাগাদ সেই ছবি উঠে এলো