আকাশে দেখা যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন ২০২৫। রাত ৯টার পর থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত এই গ্রহণ চলবে। ভারত এটির দর্শনের জন্য অন্যতম সেরা জায়গা। রাজ্য তথা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়েই আজ চন্দ্রগ্রহণের প্রভাবে রাতের আকাশ অন্ধকার হয়ে যায়, তবে শহর বহরমপুরে ব্লাড মুন না দেখতে পাওয়া গেলেও আজ রাত্রি আনুমানিক দশটার পর থেকে চাঁদহীন আকাশ দেখল বহরমপুর বাসী।