এনায়েতপুর এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলেও প্রথমে কোনরকম পরিচয় জানা যাচ্ছিল না। অবশেষে গোপালপুর এলাকার এক পরিবার দেহ সনাক্ত করার সাথে খুন করা হয়েছে পরিবারের সদস্যকে দাবি করল তারা। মৃত যুবকের নাম সারফরাজ মমিন।পেশায় কাপড় ব্যবসায়ী। সোমবার থেকে ওই যুবক নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার পুলিশের কাছে নিখোঁজের অভিযোগও দায়ের করেছিল।ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে খুন করা হয়েছে দাবি পরিবার বর্গের। দোষীদের সনাক্ত করে উচিত শাস্তির দাবি পরিবারের।