বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নয়া কর্মসূচি "আমাদের পাড়া, আমাদের সমাধান"।এই কর্মসূচি শুরু হবে ২রা আগষ্ট। তার মডেল শিবির অনুষ্ঠিত হবে আউশগ্রামের উক্তা পঞ্চায়েতের গোবিন্দপুরে।বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টা নাগাদ প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন আউশগ্রাম-১ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান জটাই কুমার মাজি সহ পঞ্চায়েত কর্মীরা। শিবির আয়োজনের নানাবিধ দিক তুলে ধরে এদিন পঞ্চায়েত কর্মীদের প্রয়োজনীয় পরামর্শ দেন BDO