রতুয়ার কাহালা সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধীপতি গৌড় চন্দ্র মন্ডল সহ বিজেপি নেতৃত্ব। মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি দুর্গাপূজা। এই পূজা কে কেন্দ্র করে বিশাল মেলা বসে মন্দির চত্বরে। বহু মানুষের সমাগম হয়। এই পূজা মন্ডপের ঠিক নিচেই সুন্দর উপজিত হয় মা দুর্গার একটি সোনার প্রতিমা। আর এই পূজা মন্ডপ পরিদর্শন করে বিভিন্ন বার্তা তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব।