হাড়োয়া ব্লকের হাড়োয়া পঞ্চায়েতের পিলখানা এফপি স্কুলে ২১৩, ২১৭ এবং ২১৮ এই তিনটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত।উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী,বিডিও অতনু ঘোষ,জয়েন বিডিও অনিমেষ পাল, ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল, হাড়োয়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সফিক আহমেদ,খাদিজা বিবি সহ অন্যান্যরা।