আগামী ১০ই সেপ্টেম্বর হলদিয়া টাটা স্টিল প্রগতিশীল লিমিটেড কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়ের শ্রমিক নির্বাচনে প্রচারেINTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক INTTUC কোর কমিটির ডাকে নির্বাচনী প্রাক্কালে শ্রমিকদের নিয়ে সভা।সোমবার বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।১০তারিখে নির্বাচনে INTTUCজয়ী হলে ১৪ তারিখে কমিটি গঠন খুব দ্রুত সিওডি তৈরি হবে আশ্বাস দেন রাজ্য INTTUCসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।