ঘটনাটি সোমবার রাতে চামটা মোড় এলাকায় জাতীয় সড়কের উপরের ঘটনা। জানা গিয়েছে স্থানীয়রা ষাঁড় গরু টিকে ভোলা নামে ডাকে। সোমবার রাতে ষাঁড় গরুটি রাস্তা পারাপার হবার সময় কোচবিহারগামী একটি দ্রুতগতির পণ্য বোঝাই ছোট চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে । এরপর গরুটি একটি লরির সামনে পড়ে যায় এবং লরিটি গরুটির উপর দিয়েই চলে যায়। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। প্রাথমিক চিকিৎসা হলেও গরুটির উন্নত চিকিৎসার দরকার।