শুক্রবার বিকেলে নদিয়ার নাকাশীপাড়া থানার বেথুয়াডহরী সিমলা গ্রামের বাসিন্দা সন্ন্যাসী সর্দার (৩৪) নামক যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ,আহত যুবক তার এক ভাইপোকে নিয়ে কর্মসূত্রে আসছিলেন,সেই সময় পূর্বস্থলীর তামাঘাটায় উল্টো দিক থেকে আসা একটি টোটোর উপরে থাকা লোহার গ্রিলে সরাসরি ধাক্কা লাগে বাইক চালক সন্ন্যাসী সর্দারের মাথায়, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক।