পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে ১১ দিন ব্যাপি খাদি এক্সপো উদ্বোধন হল সোমবার। মালদহের অতুলচন্দ্র মার্কেট সংলগ্ন জেলা খাদি দফতরে এই এক্সপোর উদ্বোধন করা হয়। মোট ১৯ টি স্টল রয়েছে এই এক্সপো তে। ১৬ টি খাদি কাপড় ও ৩ টি ভিআই স্টল অর্থাৎ খাবার স্টল রয়েছে। গান্ধীজির এই চিন্তাধায় তৈরি এই খাদি শিল্প আজ বস্ত্র শিল্পে বিপ্লব এনেছে।