Download Now Banner

This browser does not support the video element.

ক্যানিং ১: কাঠ কাটতে গিয়ে কুড়ুলের কোপ পড়ল পায়ে, গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক

Canning 1, South Twenty Four Parganas | Aug 29, 2025
কাঠ কাটতে গিয়ে কুড়ুলের আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যক্তির নাম রমজান মিদ্দে। কুলতলির কচিয়ামারা গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার দুপুরে বাড়ির উঠানে কাঠ কাটছিলেন। সেই সময় কুড়ুল বাঁট থেকে খুলে এসে আচমকাই পায়ের উপর পড়ে। ঘটনায় গুরুতর জখম হন রমজান। তাঁর ডান পায়ের অনেকক্ষানি কেটে যায়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রমজান।
Read More News
T & CPrivacy PolicyContact Us