আবারও ধানতলা পুলিশ এর হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। কুলগাছি থেকে এক বাংলাদেশি নাগরিক ও 1 টাউট। সূত্রের খবর, বুধবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায়, ধানতলা থানার কুলগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে এক বাংলাদেশি নাগরিক। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে কুলগাছি থেকে 1 বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। ঘটনায় ওই বাংলাদেশীকে ভারতে আসতে সাহায্য করার অভিযোগে আরও এক টাউট কে গ্রেফতার করেছে ধানতলা পুলিশ।