প্রাথমিক অনুমান পারিবারিক বচসার জেরে কেন্দা থানার মহালি ডি গ্রামের ১৯ বছর বয়সী মৌসুমী মাহালী নামে এক গৃহবধূ বাড়ির পাশে থাকা একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল গতকালকে। গতকাল বিকেলে দেহটি চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় ।সেখান থেকে টামনা থানার পুলিশ এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য পাঠায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মর্গে। তবে কি কারনে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে কেন্দা থানার পুলিশ।