আফ্রিকার ফুটবলারদের শর্ট দেখতে বহরমপুরের কুমার হোস্টেলের মাঠে উন্মাদনা দেখা গেল আজ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালি মানে ফুটবল আর ফুটবল মানেই বাঙালি কার্যত বলা যেতে পারে বাঙালির আবেগ হলো ফুটবল। কিন্তু বর্তমান প্রজন্ম ফুটবলকে ধীরে ধীরে ভুলতে বসেছে, খুব কম সংখ্যক তরুণ প্রজন্ম আজ মাঠমুখী। বর্তমানে কংক্রিটের শহরে ধীরে ধীরে কমে যাচ্ছে ময়দান যার কারণে একদিন হয়তো বাঙালির মন থেকে হারিয়ে যেতে পারে এই ফুটবল, কিন্তু না , ফুটবলকে বাঙালির আব