জলপাইগুড়িতে যুদ্ধবিরোধী শান্তি মিছিল। গণসংগঠন ও ট্রেড ইউনিয়নের সমন্বয় কমিটির আহ্বানে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে যুদ্ধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। কর্মচারী ভবন বাবুপাড়া থেকে শুরু হওয়া মিছিল শহর পরিক্রমা করে বড় পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বানীব্রত সাহা, প্রদীপ কর্মকার, শ্রমিক নেতা পীযুষ মিশ্র, প্রকাশ রায়, মহিলা নেত্রী পার্না নাগ চক্রবর্তী, যুবনেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, ছাত্রনেতা অর্