দুর্গাপূজার দশমীর দিন খানাকুলে অনুষ্ঠান করতে আসছেন সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কনা দে।বুধবার ভিডিও বার্তার মধ্যে দিয়ে এমনটায় জানালেন তিনি।জানা গেছে,আগামী 2রা অক্টোবর দুর্গাপূজার দশমীর দিন খানাকুলের হানুয়া সুন্দরপুর ফুটবল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন দুর্গাপূজায় গানের অনুষ্ঠান করতে আসছেন তিনি।