গত শুক্রবার উত্তরবঙ্গের সিটং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পলাশিপাড়ার বাসিন্দা কৌস্তুভ দত্ত সহ পরিবারের পাঁচ সদস্য। গতকাল তারা সিটং এ পৌঁছান। সেখানে তোরখ নামে একটি জায়গায় হোম স্টে তে ওঠেন তাঁরা। এরপরই শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়। যদিও তাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও সংবাদ মাধ্যমে খবর জানতে পেরে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। তারা আপাতত ওই হোম স্টেতেই রয়েছেন। আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না।