শ্রম দফতরের উদ্দোগে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে বিষেশ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড। উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার দেবদুত রায়, রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার সহ বিশিষ্টরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত শ্রম কমিশনার দেবদুত রায় বলেন, বিশেষ সচেতনতা শিবির হিসাবে এই শিবির করা হচ্ছে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে সব দিকের মানুষ যাতায়াত করেন। আমরা তাই শিবির করার জন্য এই যায়গা বেছে নিয়েছি৷