মহাষষ্ঠীর পুন্নলগ্নে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির ধানঘরা মিলন সংঘের ব্যবস্থাপনায় বার্ষিক ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতি, নন্দদুলাল মাইতি প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত, অমলেন্দু হাজরা প্রধান শিক্ষক ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ