দশমীর পরই দু:সংবাদ। দুরামারিতে মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। মৃত যুবকের নাম শুভঙ্কর রায়। ২০ বছর বয়সী ওই যুবক দুরামারিতে একটি পুজোমন্ডপ খোলার কাজ করছিলেন। আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।