সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব দেখে প্রধান উপপ্রধানরা শিখছে। পান্ডুয়া ব্লকের শিখিড়া চাপ্তা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এ প্রসঙ্গেই বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন এ সব কিছুই সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব দেখে তারা শিখছে।