সাপের কামড়ে মৃত্যু হলো সাড়ে'ছ বছরের এক শিশুকন্যার।তার নাম মনি দাস।বাড়ি বাড়া গোপীনাথপুর এলাকায়।জানা যায়,রবিবার রাতে বাড়িতে শুয়ে থাকা অবস্থায় হটাৎ সে তার মা কে জানাই তার হাতে ব্যাথা করছে।তার মা ঘরের ভেতর একটি সাপ দেখতে পান।তারা বুঝতে পারেন শিশুকে ওই সাপটি কামড় দিয়েছে।এর পরেই তারা তাকে প্রথমে গোবরা হাসপাতাল পরে আরামবাগ মেডিক্যালে নিয়ে আসে।সেখান থেকে বর্ধমান স্থানান্তরিত করা হলে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।ময়নাতদন্তর জন্য দেহ নিয়ে আসা হয় আরামবাগ মেডিক্যালে।