কালিগঞ্জের পলাশী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশী সহ বিভিন্ন এলাকায় ধান চাষীদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ধান চাষ পরিদর্শন করলেন কৃষি গবেষকরা। পলাশীর বিভিন্ন মাঠেই এ বছর ধান চাষীরা পান ৮৮৫ ইম্প্রুভ ধানের বীজ রোপন করেছেন, ধানের ফলন হয়েছে বেশ ভালো এই বিশেষ প্রজাতির নতুন ধান চাষ করছেন এলাকার ধান চাষীরা তাই ধান গবেষকরা এদিন কৃষকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ সেই ছবি উঠে এলো