পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত আরো এক যুবক, শুক্রবার সকাল আটটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলো জেলা হাসপাতাল শক্তিনগর পুলিশ মর্গ ,বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা 12 নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম রহমান শেখ ও আহত যুবকের নাম নয়ন শেখ। বাড়ি কোতয়ালী থানার অন্তর্গত নাজিরা পাড়া এলাকায়।