"নিউ গড়িয়া হইতে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল সূচনার অন্যতম কান্ডারী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ।" শহর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পড়লো হোর্ডিং। শুক্রবার রাত দশটা নাগাদ লক্ষ্য করা গেল যে, ইএম বাইপাস এর ধাপায় বড় বড় দুটো হোর্ডিং এ মেট্রোর সাথে মেট্রো সূচনায় ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীকে কিন্তু কে বা কারা দিয়েছে এই পোস্টার বা হোয়ার্ডিং তার কোনো উল্লেখ নেই।